মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ - ০৮:০০
লেবাননের সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর বাতিলের কারণ

লেবাননের দৈনিক পত্রিকা আন-নাহারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাপ্রধান জেনারেল জোসেফ আওনের যুক্তরাষ্ট্র সফর বাতিলের একটি অন্যতম কারণ ছিল তাঁর সম্মানে অনুষ্ঠিত এক বৈঠকে কয়েকজন ইসরাইলি সামরিক কর্মকর্তার উপস্থিতির প্রস্তাবের প্রতি তাঁর অনীহা।

হাওযা নিউজ এজেন্সি: লেবানিজ পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর লেবাননের সেনাপ্রধানের বিরুদ্ধে সরাসরি সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর, নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে এ সফর বাতিল করা হয়। এ সমালোচনাকে লেবাননের সামরিক বাহিনীর প্রতি একটি স্পষ্ট ও কঠোর বার্তা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

এ ঘটনার পটভূমিতে রয়েছে লেবাননের সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে জারি করা এক বিবৃতি। উক্ত বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন, অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট এবং দক্ষিণ লেবানে লেবাননি সেনাদের মোতায়েনে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়। আন-নাহার জানায়, সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)-এর একটি টহল দলকে লক্ষ্য করে হামলা এ ধরনের কর্মকাণ্ডের সর্বশেষ উদাহরণ। এ বিবৃতি যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসের একাংশে অসন্তোষ সৃষ্টি করেছিল।

সেনাপ্রধানের সফর বাতিলের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে অবস্থিত লেবাননের দূতাবাস তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করে।

আন-নাহারের প্রতিবেদন মতে, লেবানন সংক্রান্ত সাম্প্রতিক এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নজরে আনা হয়েছে এবং বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটির বিবেচনাধীন। লেবানন সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতি, বিশেষত সামরিক সহায়তা নিয়ে পুনর্মূল্যায়নে ব্লিঙ্কেনের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে যৌথ কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নির্ভর করবে এ বাহিনীর ভবিষ্যৎ অবস্থান ও পদক্ষেপের ওপর; বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের মতো ইস্যুতে তাদের ভূমিকা কী হবে, তা এ ক্ষেত্রে নির্ধারক হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha